🕌 বিয়ে সম্পর্কিত গুরুত্বপূর্ণ হাদিস বিয়ে সুন্নত রাসূল (সা.) বলেন: “বিয়ে আমার সুন্নত। আর যে আমার সুন্নত থেকে বিমুখ হলো, সে আমার উম্মত নয়।” 📚 (বুখারি: 5063, মুসলিম: 1401) বিয়ে যৌবন রক্ষার মাধ্যম রাসূল (সা.) বলেন: “হে যুব সমাজ! তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে, তারা যেন বিয়ে করে। কারণ এটি দৃষ্টি অবনমিত রাখে এবং যৌন অঙ্গকে সংযত রাখে।” 📚 (বুখারি: 5066, মুসলিম: 1400) ধর্ম দেখে বিয়ে করা রাসূল (সা.) বলেন: “নারীকে বিয়ে করা হয় চারটি কারণে—তাঁর ধন-সম্পদ, বংশ-মর্যাদা, সৌন্দর্য ও ধর্মীয়তা। তবে তুমি ধর্মবতী নারীকে বেছে নাও, তাহলে তুমি কল্যাণ লাভ করবে।” 📚 (বুখারি: 5090, মুসলিম: 1466) বিয়ের মাধ্যমে ঈমান পূর্ণ হয় রাসূল (সা.) বলেন: “যে ব্যক্তি বিয়ে করলো, সে যেন তার অর্ধেক দ্বীন পূর্ণ করলো। অতএব, সে যেন বাকি অর্ধেকের ব্যাপারে আল্লাহকে ভয় করে।” 📚 (আল-বায়হাকি, হাদিস সহিহ) বিয়ে করা ইবাদত রাসূল (সা.) বলেন: “তোমাদের মধ্যে যার নিকাহ হবার সামর্থ্য আছে, সে যেন নিকাহ করে; এটি দৃষ্টি সংযত রাখে ও লজ্জাস্থান হেফাজত করে।” 📚 (বুখারি ও মুসলিম) আল্লাহ রিজিক বৃদ্ধি করেন আল্লাহ বলেন: “তোমাদের মধ্যে যারা বিবাহযোগ্য, তাদের বিয়ে দাও... তারা যদি দরিদ্র হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাবমুক্ত করবেন।” 📖 (সূরা আন-নূর: ৩২) বিয়ের মাধ্যমে রহমত আসে রাসূল (সা.) বলেন: “তিন ব্যক্তির সাহায্য করা আল্লাহর দায়িত্ব: ১) যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য বিয়ে করে…” 📚 (তিরমিজি: 1655, সহিহ) সন্তান জন্মানো পছন্দনীয় রাসূল (সা.) বলেন: “তোমরা সেই নারীকে বিয়ে করো, যে অধিক সন্তান জন্ম দিতে পারে এবং স্নেহশীলা। কারণ আমি কিয়ামতের দিন তোমাদের সংখ্যার ওপর গর্ব করব।” 📚 (আবু দাউদ: 2050) বিয়ে হচ্ছে পবিত্রতা রক্ষার মাধ্যম রাসূল (সা.) বলেন: “বিয়ে হচ্ছে পবিত্রতা অর্জনের অর্ধেক।” 📚 (সহিহ ইবনে হিব্বান: 4032) তরুণদের জন্য বিয়ে উত্তম নিয়ন্ত্রণ রাসূল (সা.) বলেন: “যে ব্যক্তি বিয়ের সামর্থ্য না রাখে, সে যেন রোজা রাখে। কেননা এটি তার যৌন চাহিদা নিয়ন্ত্রণে সহায়তা করবে।” 📚 (বুখারি: 5066) সৎ স্ত্রী হলো সর্বোত্তম নিয়ামত মুমিন ব্যক্তি আল্লাহভীরু হওয়ার পর উত্তম কোনো কিছু লাভ করেনি, স্ত্রীর চেয়ে উত্তম কিছু নয়। ইবনে মাজাহ: 1855 স্ত্রীর প্রতি সদ্ব্যবহার নারীর প্রতি তোমরা সদ্ব্যবহার করবে। কারণ তারা তোমাদের গৃহের সঙ্গিনী। মুসলিম: 1468 স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি, যে নিজের স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করে। তিরমিজি: 3895 বিয়ে দ্বীনের অর্ধেক যখন কোনো ব্যক্তি বিয়ে করে, তখন সে তার দ্বীন পূর্ণ করে; সে যেন বাকি অর্ধেক বিষয়ে আল্লাহকে ভয় করে। আল বাইহাকি, সহিহ সন্তান উৎপাদনে সক্ষম নারীকে বিয়ে তোমরা এমন নারীদের বিয়ে করো, যারা দীনদার ও সন্তান উৎপাদনে সক্ষম, আমি কিয়ামতের দিন তোমাদের সংখ্যার ওপর গর্ব করব। আবু দাউদ: 2050 বিয়ে বিলম্ব না করা তিনটি জিনিস রয়েছে, যা দেরি না করে করা উচিত: নামাজ, জানাজা এবং যখন উপযুক্ত পাত্র-পাত্রীর মিলন ঘটে বিয়ে। তিরমিজি: 171 সৎ স্ত্রী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়াটা হলো এক ধরণের ভোগ্য বস্তু, আর এর মধ্যে সর্বোত্তম ভোগ্য বস্তু হলো সৎ নারী। মুসলিম: 1467 স্ত্রীকে সম্মান করা স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী, সে যেন তার স্ত্রীকে সম্মান করে ও ভালবাসে। তিরমিজি: 1162 (অর্থবোধে বর্ণিত) স্ত্রীর গুণাবলি খেয়াল করা এক মুমিন ব্যক্তির জন্য তার স্ত্রীকে ঘৃণা করা উচিত নয়। যদি তার কোনো একটি গুণ অপছন্দ হয়, তবে অন্য গুণে সন্তুষ্ট হোক। মুসলিম: 1469 অভাবীদের বিয়েতে সাহায্য তোমরা ইয়াতিম, গরিব ও অভাবীদের বিয়েতে সাহায্য করো। এতে আল্লাহ তোমাদের ওপর রহমত বর্ষণ করবেন। ইবনে মাজাহ: 1847 (অর্থবোধে)